প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ৭:৩৩:৪০ প্রিন্ট সংস্করণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২০-২১ অর্থবছরের জন্য নতুন কোনো করারোপ ছাড়াই ১০ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ২৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল এ বাজেট ঘোষণা করেন। ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৫৬ হাজার ২৫৬ টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমান রয়েছে ১৬ লাখ ৮৬ হাজার ২৫৬ টাকা।
বাজেট ঘোষণা পর পৌরসভার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডসহ প্রস্তাবিত বাজেটের ওপর সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন মেয়র কামরুল হাসান সিদ্দিকী। এ সময় পৌর সচিব আব্দুল বাতেন, সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ, কাউন্সিলর আনিছুর রহমান, জালাল উদ্দিন, আলী হাসান, হিসাব রক্ষক আবু হাসানসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।