প্রতিনিধি ২১ জুন ২০২১ , ৫:৫৭:০৬ প্রিন্ট সংস্করণ
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২১-২২ অর্থবছরের জন্য নতুন কোনো করারোপ ছাড়াই ১৮ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ২০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র আনিছুর রহমান এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ২০০ টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৬৫ হাজার টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমান রয়েছে ১১ লাখ ২৮ হাজার ২০০ টাকা।
এছাড়া উন্নয়ন বাজেটে আয় ও ব্যয়ের পরিমান রয়েছে ১৫ কোটি ৩৫ লাখ টাকা। পরে পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে বাজেট অধিবেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার সচিব আব্দুল বাতেন, সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ, কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জল, আবু সাঈদ মিলন, শাহিরুল ইসলাম, হিসাব রক্ষক আবু হাসান সবুজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমুখ।