প্রতিনিধি ৪ নভেম্বর ২০২০ , ৪:০৬:৪২ প্রিন্ট সংস্করণ
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ থানার অদূরে একই রাতে ৪টি দোকান ও এক বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে । মঙ্গলবার দিবাগত রাতে থানার অদূরে পায়েল গার্মেন্টসের সাটার ভেঙে নগদ ৬০ হাজার, রামপুর বাজারের লোকমান বীজ ভান্ডার এর প্রায় দেড় লক্ষাধিক টাকার বীজ, এবং আব্দুর রাজ্জাকের বাড়ির প্রাচীর টপকিয়ে পানির পাম্প, মটরসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এছাড়াও ঐ রাতে একই বাজারের নুরু স্টোর ও ইউসুফ গার্মেন্টসের সাটার ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা ব্যর্থ হয় দুষ্কৃতকারীরা ।
নবাবগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ অশোক কুমার চৌহান জানান, ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ নিচ্ছি, চোরকে শীঘ্রই ধরা হবে ।