প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৫:২৭:০৭ প্রিন্ট সংস্করণ
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সারাদেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে কালেক্টরেট সহকারীরা কর্মবিরতি পালন শুরু করেছে । নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) কার্যালয়ের মোট ৬ জন কর্মচারী এ কর্মসূচি পালন করছেন । বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে তারা নবাবগঞ্জে এ কর্মসুচি পালন করছেন। নবাবগঞ্জ ভূমি অফিসের ভিপি শাখার সায়রাত সহকারী মো. শামীম জানান, পদবি পরিবর্তন ও গ্রেড উন্নতিকরণের দাবিতে আগামী ১১ কর্মদিবস পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে ।