রংপুর

নবাবগঞ্জে সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২১ , ৭:৩২:৫০ প্রিন্ট সংস্করণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠি নারীদের সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলার বেসরকারী এনজিও সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) প্রসপারিটি প্রকল্প ইউনিট এ কর্মশালার আয়োজন করে।

মঙ্গবার গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান উপ নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। জিবিকের পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের সুবিধাভোগী ২৫ জন আদিবাসী ও দলিত নারী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন জিবিকে এর সিনিয়র প্রোগ্রাম ব্যবস্থাপক মো. আব্দুস সালাম।
এ সময় টেকনিক্যাল কর্মকর্তা শাহিন মিয়া, জিমি হাসদা ও মাহমুদ কবির প্রমুখ উপস্থিত ছিলেন ।

আরও খবর

Sponsered content