চট্টগ্রাম

নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২০ , ৪:৩৫:২৯ প্রিন্ট সংস্করণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

গতকাল ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীতে অবৈধভাবে অনুমোদনহীন বালুমহাল থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করার দায়ে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মোঃ খোরশেদ মিয়া গং কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক চার লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় ।

অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশের জিম্মায় রাখা হয়। অর্থদন্ডের টাকা তাৎক্ষনিক আদায় করা হয়।

জব্দকৃত মেশিন নিলামের মাধ্যমে বিক্রি করার আদেশ প্রদান করা হয়। মোবাইল কোর্ট আইন ২০০৯ মোতাবেক এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান। অপরাধী যেই হোক না কেনো, জনস্বার্থবিরোধী কাজে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এবং তিনি আরো বলেন এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content