প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৪:৪০:৩২ প্রিন্ট সংস্করণ
নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মানবিক উপহার দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে বর্তমান সময়ে মানুষ হয়ে পড়েছে কর্মহীন। অভাবগ্রস্থরা হয়ে যাচ্ছে আরো অভাবী, ঋণগ্রস্থরা হয়ে যাচ্ছে আরো ঋণী। জাতির সূর্যসন্তানদের ভালো রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। তারপরেও অনেকে আছেন ঋণগ্রস্থ।
অসচ্ছলতার ফলে মহামারী করোনা ভাইরাসের কারণে তারা হয়ে পরেছে আরও অসহায়। আর ঠিক এই অসহায় সমযয়ে সেই অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা করলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের এই দুঃসময়ে মানবিক উপহার নিয়ে স্বয়ং হাজির হয়ে গেলেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে।
এসময়উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুবক্কর সিদ্দিক, নবীনগর উপজেলার মুক্তি যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম লালু, সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক (শিশু), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবু কাউসার, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে, তাহারা সকলের হাতে মানবিক উপহার তুলে দেন।
এসময় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন জাতীর সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের কে বাংলাদেশ সরকার সহ সকল মানুষই শ্রদ্ধার চোখে দেখে। এ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে অনেক অসচ্ছল মুক্তিযুদ্ধা আছেন যাহারা অসুস্থ।তাই এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি।সামনে যেহেতু পবিত্র রমজান মাস সেদিকে চিন্তা করে জাতির সূর্য সন্তানদের জন্য চাউল, ডাল, ছোলা, মুড়ি, খেজুর, তেল,সাবান উপহার হিসেবে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়েছি।