চট্টগ্রাম

নবীনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত সোমবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, আলোচনা সভায় বক্তব্য রাখেন সদ্য সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লিটন, নবীনগর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, সাংবাদিক জালাল উদ্দিন মনির, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাওছার, শিক্ষক সমিতির নেতা কামরুজ্জামান নীল প্রমুখ বক্তব্য রাখেন, উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কলে­াল, সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্বাস উদ্দিন হেলাল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান জেমস সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও খবর

Sponsered content