প্রতিনিধি ২৩ মে ২০২০ , ৬:১২:১০ প্রিন্ট সংস্করণ
নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার সকল মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণের উদ্বোধন করলেন ইউএনও মোহাম্মদ মাসুম।গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি/ সেক্রেটারির নিকট উপজেলার ৭৭৩ টি মসজিদে ৫ হাজার টাকা করে মোট ৩৮ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান।নবীনগর উপজেলা ভূমি অফিস জামে মসজিদের যুগ্ন–সম্পাদক মাওলানা মেহেদী হাসান, উপজেলার বিভিন্ন মসজিদের কমিটির নেতৃবৃন্দ, ইমামগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার করোনার এ দুর্যোগ মুহূর্তে নবীনগর উপজেলার সকল মসজিদে অনুদান দেওয়ায় উপজেলার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।সহকারী কমিশনার (ভূমি) সভায় ইমামদের উদ্দেশ্যে তার বক্তব্যে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ আদায় করার আহ্বান জানান।