প্রতিনিধি ৬ মে ২০২০ , ৩:৪৫:০৪ প্রিন্ট সংস্করণ
নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের একই পরিবারের ১২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় গতকাল দুপুরে তাদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা কর্মসূচি এর আওতায় ৩০ কেজি চাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ফলমূলের ০১ টি ঢালি নিয়ে ঐ পরিবারের কাছে পৌঁছে দেন উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ মাসুম।
মানবতার ও মমতার টানে ভালোবাসার বন্ধনের নিদর্শনস্বরুপ এ ক্ষুদ্র উপহার পৌঁছে দেওয়া হয়েছে। এ পরিবারের যে কোন প্রয়োজনে উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ মাসুম এর সাথে যোগাযোগ করার জন্য এ পরিবারের একজন সদস্য মোহাম্মদ নুর আলমকে বলা হয়েছে । তিনি বলেন ইনশাআল্লাহ, নতুন ভোরের আলোয় আলোকিত হবে এ পরিবারের সকল সদস্য। সকলের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেন। মহান আল্লাহ সকলকে নিরাপদ হেফাজতে রাখুন। আমিন।