প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২০ , ৪:৪৯:৩৬ প্রিন্ট সংস্করণ
মো.দেলোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গতকাল (২৭/১০/২০) বাঙ্গরা,শিবপুর অফিস, শ্যামগ্রাম শাখার উদ্ধোধন করা হয়।
উদ্ধোধন করেন উন্নয়ন কেন্দ্র ঢাকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ঢাকার অধীনে প্রশিকা নবীনগর উন্নয়ন এলাকায় ১৯৮৪ সাল থেকে দারিদ্র বিমোচন নারীর ক্ষমতায়ন অর্থনৈতিক উন্ননের লক্ষ্যে বিভিন্ন কর্ম সূচী নিয়ে নিরলস কাজ করে আসছে জি ও এন জিও মিলেই দেশের উন্নয়ন। তাই কাজের গতিশলিতায় বিভিন্ন কর্মসূচি জনগনের দৌরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে প্রশিক্ষা নবীনগর উন্নয়ন এলাকাকে সম্প্রসারণ করে। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক মো.শেখ সাহিদ হোসেন,উপ-পরিচালক মো. বজলুল গনি ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বিভাগীয় ব্যাবস্থাপক মো. হারুন অর রশিদ এবং মো. শাহেনেওয়াজ। এাছাড়া আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষার বাঙ্গরা, শিবপুর ও শ্যামগ্রম উন্নয়ন এলাকার ব্যাবস্থাপক ও সকল সদস্যবৃন্দ।