প্রতিনিধি ৪ মে ২০২০ , ৫:১৯:০০ প্রিন্ট সংস্করণ
নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩মে আভ্যন্ততরীণ বোরো ধান সংগ্রহের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, উপজেলা কৃষি অফিসার আবু তাহের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শামসুল হুদা, এবং উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা বেগম সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবীনগর উপজেলা সর্বমোট ২৩২৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পাওয়া গেছে। উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭৯৫ জন কৃষকের মধ্যে লটারি করে উক্ত ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে সকল ইউনিয়ন থেকে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী ৩১/ ৮/২০২০ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। আজ ৪ জন কৃষক থেকে ৪ টন ধান সংগ্রহ করা হয়ছে।