প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ৫:১০:০০ প্রিন্ট সংস্করণ
মো.দেলোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামে গত ১৪ অক্টোবর রাতে মাদক ব্যবসায়ীদের হাতে নিহত হানিফ মিয়ার অন্তঃসত্তা স্ত্রীকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন “মাদকমুক্ত নবীনগর চাই” সংগঠনের সদস্যরা।
গতকাল সন্ধ্যায় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত হয়ে হানিফ মিয়ার স্ত্রীর হাতে এ অর্থ তুলে দেন। জানা যায়, মাদক বিক্রি ও সেবনে বাঁধা দেওয়ায় নূরজাহানপুর গ্রামের মাদক স¤্রাট মনেক ও তার বাহিনীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হন হানিফ মিয়া।
হানিফের অন্তঃসত্তা স্ত্রীর সন্তান প্রসবের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছিলেন সংগঠনটি। পরে সংগঠনের সদস্যরা মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন । এ সময় সংগঠনের সভাপতি আবু কাউছার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সভাপতি আবু কাউছার বলেন, মাদকের কারণে আজ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। তাই মাদকের কুফল সম্পর্কে জনসাধারণকে সোচ্চার করতে আমরা কাজ করে যাচ্ছি।