দেশজুড়ে

নবীনগরে সাংবাদিকের বাড়িতে মোবাইল কোর্ট

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২০ , ৮:০৪:২৬ প্রিন্ট সংস্করণ

নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার রাস্তা দখল করে বাড়ি নির্মান সামগ্রী ইট বালু রড সিমেন্ট রেখে বাড়ি নির্মান কাজ করায় সাধারণ জনগনের চলাচলের বিঘ্ন  সৃষ্টি করার প্রেক্ষাপটে গতকাল সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্থানীয় সরকার পৌর আইন ১০৯ ধারা অনুযায়ী পৌর এলাকার আদালত পড়ার বাড়িওয়ালা কালের কন্ঠের সাংবাদিক গৌরাঙ্গ দেব নাথকে ২০০০ টাকা জরিমানা করা হয়। তিনি  জরিমানা দিতে রাজি না হওয়ায় তার ভাই নিতাই দেব নাথ তার পক্ষে জরিমানার টাকা পরিশোধ করেন। এদিকে পৌর এলাকার আলমনগর গ্রামের আরো দুইটি বাড়িতে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রæত সময়ের মধ্য রাস্তা থেকে বাড়ির নির্মান যাবতীয় মালামাল সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান। তিনি বলেন, আইন সবার জন্য সমান, জনসাধারনের চলাচলের বিঘœ সৃষ্টি করা যাবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

আরও খবর

Sponsered content