প্রতিনিধি ৭ মে ২০২০ , ৭:৪০:৩৩ প্রিন্ট সংস্করণ
নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের একই পরিবারের ১২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় গতকাল দুপুরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
তাহাদের প্রতিনিধি হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাওসার উপহার সামগ্রী গুলো ইব্রাহিমপুর ইউনিয়ন এর জাফরপুর গ্রামে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌঁছে দেন।
প্রত্যেকেই চাউল, তেল, আলু , লবণ, ডাল, বুট, সাবান দেওয়া হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন যতদিন পর্যন্ত উক্ত পরিবারটি মহামারী করোনা ভাইরাস থেকে সুস্থতার সময় লাগবে ততদিন পর্যন্ত তাদের পাশে থাকব ইনশাল্লাহ এবং উক্ত পরিবারকে তার সাথে যোগাযোগ রাখার জন্য ও অনুরোধ করেন।