প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ২:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ
নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃতি সন্তান সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল এর নেতৃত্বে সামজের বিশিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে তিন লাখ ষাট হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫/০৫/২০২০) গোপালপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আশে পাশের কয়েকটি গ্রামের ৬০০ পরিবারের মাঝে প্রত্যেককে ৬০০ টাকা করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আতিকুর রমহান মাষ্টার, আজাদ এম এ রহমান, মোহাম্মদ সৈয়দুজ্জামান, মো. গোলাম সামদানী, মো. ফারুক আহাম্মদ, মো. আরিফুল ইসলাম, মো.শফিউর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।