প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৮:০৩:৪৪ প্রিন্ট সংস্করণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত বুধবার নবীনগর-রাধিকা রাস্তার কনিকাড়া অংশে বৃষ্টির ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উক্ত জলাবদ্ধতার কারণে পূর্ব ছয় ইউনিয়নবাসীর চলাচলের খুবই অসুবিধা হচ্ছে, তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে সিএনজি, অটো, মোটরসাইকেল। এলাকাবাসী দ্রুত রাস্তা পানি নিষ্কাশন ব্যবস্থা করার দাবির প্রেক্ষিতে সরেজমিনে তদন্তে গেলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, তিনি আশ্বস্ত করে উপস্থিত সবাইকে বলেন, নবীনগরের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মহোদয়ের সাথে আমার কথা হয়েছে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী রতন, ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সদস্য এরশাদুল হক এরশাদ , সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার পাশে বালির স্তুপ ছিল, উক্ত বালি গুলো সরিয়ে ফেললে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়ে পুকুরের সৃষ্টি হয় এবং নির্বিঘ্নে হাঁস সাঁতার কাটছে। প্রথমে কেউ দেখলে মনে করবে এটা সত্যিই পুকুর। এলাকাবাসী দ্রুত এর প্রতিকার চান।