( চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৫ , ৬:২১:৪৪ প্রিন্ট সংস্করণ
মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী বলেছেন, মিলাদুন্নবি মানে নবীর জন্ম আর সীরাতুর নবী হলো নবীর জীবনী। নবীর জন্ম হয়েছে এক দিনে আর নবীর জীবনী হলো ৬৩ বছরের। নবীর জন্ম পালনের বিষয় নয় এটি আলোচনার বিষয়।
নবীর জন্ম পালন করা কোন উম্মতের জন্য সম্ভব নয়। নবীর জন্ম পালন মানে নবী যেভাবে জন্মগ্রহণ করেছেন উম্মতের ও সেভাবে জন্ম করতে হবে। নবী খতনা করা নাভি কাটা অবস্থায় জন্ম গ্রহন করেছেন যা কোন উম্মতের পক্ষে সম্ভব নয়। জন্মের সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন যা পৃথিবীর আর কোন শিশুর পক্ষে সম্ভব নয়।
নবী দুধ মাতার দুধ পানের সময় একটি দুধ পান করতেন অন্যটি ভাইয়ের জন্য রেখে দিতেন। শিশু অবস্থায় এতবড় ইনসাফ রক্ষাকরা কোন শিশুর পক্ষে আদো সম্ভব নয়। নবীর ৪ বছর বয়সে বক্ষ বিধির্ণ বা বুক ছিড়ে অলৌকিকভাবে জিবরাইল ফেরেশতার মাধ্যমে অপারেশন হয়েছে যা পৃথিবীর বুকে আরো কারো সম্ভব নয়। এটা আলোচনার বিষয় পালনের সুযোগ নাই। এসব হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নব্যুয়তের দলিল।
চট্টগ্রামের মিরসরাইয়ে রাসূলের সৈনিক যুব পরিষদের উদ্যোগে সিরাতুর রাসূল স. সম্মেলন ও সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জামিয়া নূরে মদিনা মাদ্রাসা পরিচালক আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী এসব কথা বলেন। তিনি আরো বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নব্যুয়তের দলিল উম্মতের জন্য শরিয়তের দলিল নয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিজে করার পাশাপাশি উম্মতকে করার জন্য নির্দেশ দিয়েছেন সেটাই হলো উম্মতের জন্য শরিয়তের দলিল তা অনুকরণীয় এবং অনুসরণীয়।
সোমবার ( ৬ই অক্টোবর) বিকাল ৩টায় মীরসরাই উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা ইকবাল হোসেন আল মামুন ও মাওলানা রিদওয়ানুল হক নিজামপুরীর যৌথ সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তামজিদ হাসান।
সম্মেলনে আলহাজ মাওলানা মকছুদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি লুৎফুর রহমান ফরায়েজী,চট্টগ্রাম বাতুয়া মাদরাসার সহকারী পরিচালক মুফতি ওবায়দুল্লাহ।
এছাড়া ‘রাসূল সৈনিক যুব পরিষদে’র স্বপ্নদ্রষ্টা মাওলানা আশরাফ আলী নিজামপুরী,মিঠাছড়া হাইস্কুলের প্রধানসহ মীরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ও বাজার ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মাঝে রাসূলের সীরাত সম্বলিত বইপুস্তক পুরস্কার দেয়া হয়।
পরিষদের শূরা (ম্যানেজিং) সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন–মাওলানা জাফর উল্লাহ নিজামী, মাওলানা হাফেজ শোয়াইব, মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী, মুফতি আরিফুল হক,মাওলানা আবদুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী,হাফেজ ফয়জুল্লাহ, মাওলানা আবদুল হাই আল আজাদ,মাওলানা মফিজ উল্লাহ প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মাওলানা মকছুদ আহমদ।

















