প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৪ , ৬:৪৮:০৫ প্রিন্ট সংস্করণ
নরসিংদীতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৭ নভেম্বর) রাত ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে এসব কসমেটিকস জব্দ করা হয়। এসময় কাভার্ডভ্যান চালকসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বরগুনার ইদ্রিস খানের ছেলে ভ্যানচালক জসিম ও বাগেরহাটের স্মরণখোলা এলাকার আব্দুল হলিমের ছেলে মুকুল মিয়া।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ধাওয়ার পর ঘাসিরদিয়া এলাকায় আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনীসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শ্যাম্পু ও সাবানসহ বিভিন্ন ধরনের এসব কসমেটিকস পাচার করা হচ্ছিল।
তিনি জানান, কাভার্ডভ্যানটি জব্দ ও চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। সরকারি শুল্ক ফাঁকি আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।