ঢাকা

নরসিংদীতে সওজের অভিযানে সোয়া ছয় একর জমি উদ্ধার

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৪:৩৭:১৩ প্রিন্ট সংস্করণ

নরসিংদী প্রতিনিধি:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশে নরসিংদীতে গত এক বছরে জেলাব্যাপী সওজের অভিযানে ৯৮০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাড়ে ছয় একর জমি উদ্ধার করেছে সওজ বিভাগ নরসিংদী। যার বাজার মূল প্রায় একশত কোটি টাকা। সওজের এসব জমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল দখল করে রাস্তার দুই পাশের ফুটপাতের ওপর দোকান,হোটেল,রেস্তেরাসহ বিভিন্ন স্থাপনা অবৈধ ভাবে নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল। ফলে এসব এলাকায় সড়ক দূর্ঘটনা ও যানজট প্রায় সময়ই লেগে থাকত। পথচারীদের চলাচলে সৃষ্টি হত চরম জনভোগান্তি । এ সমস্যা সমাধানে গত এক বছর যাবৎ তৎপড় হয়ে উঠে সওজ বিভাগ নরসিংদী ।

কার্যালয়টির সূত্রে জানা যায়, বর্তমান নিবার্হী প্রকৌশলী মোফাজ্জল হায়দার নরসিংদীতে যোগদানের পর থেকেই  মহাসড়কের দুই পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে চিঠি মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। পরর্বতীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে নরসিংদীতে সওজের জমি ওপর গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা অপসারণে দৃশ্যমান উদ্যোগ হাতে নেন তিনি । নিবার্হী প্রকৌশলী মোফাজ্জল হায়দার যোগদানের পর থেকেই সওজের জমি উদ্ধারে অনেক বেশি তৎপর হয়ে উঠেন। যোগদানের পরপর ঢাকা সিলেট মহাসড়কের ৫০ কিলোমিটারে ভেলানাগর বাজার অংশের সড়কের দুই পাশে সওজের অধিগ্রহণকৃত দুই একর জমিতে গড়ে ওঠা ২৯৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে ঢাকা সিলেট মহাসড়কের ৫৫ কিলোমিটারে ইটখোলা অংশে সড়কের দুই পাশে প্রায় দেড় একর জমিতে গড়ে ওঠা ২৪৮ টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।  ইটখোলা থেকে মঠখোলা সড়কের ৭ কিলোমিটারে শিবপুর কলেজ গেইট সংলগ্ন  সওজের  সোয়া দুই একর  জমিতে ৩৪৬ টি ও ঢাকা সিলেট মহাসড়কের ৪৫ কিলোমিটারে পাঁচদোনা  মোড় বাজার অংশে সওজের ৩৫ শতাংশ জমিত গড়ে ওঠা ৫৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া পাঁদদোনা-চরসিন্দুর সড়কের ৯ কিলোমিটারে পারুলিয়া মোড় সংলগ্ন অংশে ১২ শতাংশ জমিতে ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় । যার বাজার মূল্য প্রায় একশত কোটি টাকা। এ ঘটনায় কিছু সংখ্যক অবৈধ দখদার ক্ষুব্ধ হলেও অধিকাংশ  সাধারণ মানুষ সওজ বিভাগ নরসিংদীর এ সিদ্ধান্তর প্রতি সারা ফেলেছে। পাশাপাশি তাদের এ উদ্যোগ প্রশংসার দাবীদার বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, সওজের জমি থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য দফায় দফায় স্থাপনা মালিকদের নির্দেশ দিয়েছি।  তারা কোন তোয়াক্কা করেনি। অবশেষে অবৈধ স্থাপনা  উচ্ছেদ অভিযান শুরু করি। সওজের নিজস্ব  ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আমরা সফল হতে পেরেছি । অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে জনভোগান্তি কমে এসেছে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারছে। এলাকা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। সওজের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content