প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৫:০৮:৩২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমকে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন শাখা-২ এর উপসচিব মুহাম্মাদ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (নং-০৫.০০.০০০০.১৩৯.১৯.০১০.২৪-৫০৮) মাহমুদা বেগম (১৭৬৩৬) কে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি দেওয়া হয়। নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত পদে শীঘ্রই দায়িত্বপালন করবেন তিনি।
পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে মাহমুদা বেগম এ প্রতিবেদককে বলেন, “চন্দনাইশ একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এ উপজেলার মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। চন্দনাইশ উপজেলাবাসী সব বিষয়ে উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগীতা করেছেন। এজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞ। আমার পরবর্তী কর্মস্থলের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।
৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য মাহমুদা বেগম বিগত ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এরপূর্বে তিনি সততা ও দক্ষতার সঙ্গে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মেলান্দহ ও জামালপুর সদর উপজেলা, জামালপুর জেলা প্রশাসন দপ্তর, মৌলভীবাজার জেলা প্রশাসন দপ্তর এবং সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর মাহমুদা বেগম শেরপুর জেলার নাকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামের মো. মঞ্জুরুল হক ও শাহানাজ বেগম দম্পত্তির সন্তান। ব্যক্তিগত জীবনে মাহমুদা বেগম বিবাহিত এবং তিন সন্তানের জননী। তাঁর স্বামী একজন সফল ব্যাংকার।