প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ৩:৪০:৪৩ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি : মহামারি নোভেল করোনা ভাইরাসের কারণে লকডাউন সারা দেশ। ঘরবন্দী মানুষের দিন কাটছে আতঙ্কে, দেশের এই ভয়াবহ সংকটময় মুহূর্তে কর্মহীন, অসহায় এবং হতদরিদ্র মানুষ যাতে না খেয়ে থাকতে হয় সে জন্য খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীন অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে ছুটছেন প্রতিদিন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কবির হোসেন।
তিনি নিজেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা হিসাবে চাল, ডাল তেল, লবণ আর আলু পৌঁছে দিচ্ছেন। শরীরে পোশাক ভাল হলেও ঘরে খাবার নেই কর্মহীন মধ্যবিত্তদের। মুখ লজ্জ্বায় বলতে না পারা অভাবী লোকদের মনের ভাষা বুঝে প্রতিরাতেই খাদ্যসামগ্রী নিয়ে তাদের ঘরের দরজায় হাজির হন তিনি। ইউপি চেয়ারম্যানের এ মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ প্রশংসিত হচ্ছে। অনেকে বলছেন তার এই মানবিকতা জনপ্রতিনিধিদের জন্য দৃষ্টান্তস্বরূপ।
ঘরে বসে চেয়ারম্যানের হাত থেকে সরাসরি খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। আল্লাহর কাছে দোয়া করে তারা বলেন, তিনি (চেয়ারম্যান) যেন এভাবে প্রকৃত অসহাদের পাশে দেশদূত হয়ে সেবা দিতে পারেন।