প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৪২:১০ প্রিন্ট সংস্করণ
আতাউর রহমান ঝালকাঠি প্রতিনিধি : “করোনা” ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে সেচ্ছায় দাফন-কাফনের ব্যবস্থা করতে প্রস্তুত একদল মানবিক হৃদয়ের মানুষ।
ঝালকাঠির নলছিটিতে ১৬ এপ্রিল বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয় । মাওলানা মুফতি জায়নুল আবেদিনকে আহ্বায়ক ও মাওলানা মুফতি হানযালা নোমানীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মোহম্মদ নাসিম সরদার, মর্তুজ আলী মামুন,শাহদাৎ আলম ফকির,আবদুর রহিম আকন,হাসিবুল হাসান সবুজ,আহমাদ ইমতিয়াজ খান,আবদুর রহমান,মোহম্মদ জুয়েল খান,মোহম্মদ আসাদুজ্জামান রনি, মোহম্মদ জুনায়েদ,মাহাদী হাসান শুভ। দেশের এই ক্রান্তিকালে যখন কিছু মানুষ করোনা ভাইরাসের কারনে মৃত্যু বরণ করেন তখন মৃত্যু কারিদের তুচ্ছ তাচ্ছিল্য করছে ঠিক সেই সময়ে এ ধরনের মানবিক উদ্যোগ দেশ ও জাতীর জন্য কল্যাণ বয়ে আনবে। কমিটির বিষয়ে জানতে চাইলে সদস্য সচিব হানযালা বলেন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে অবহিত করেছি। মানবিক দিক বিবেচনা করেই আমরা এমন একটা কমিটি গঠন করেছি। তিনি এই মানবিক কাজে সকলের সহযোগিতা কামনা করেন !!