প্রতিনিধি ৮ মে ২০২০ , ৪:০৪:৫৪ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠির নলছিটিতে ২৬৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব-৮। বৃহস্পতিবার রাতে নলছিটি উপজেলার কামদেবপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামীদের নলছিটি থানায় সোপর্দ করে র্যাব-৮।
র্যাব জানায় কামদেবপুর গ্রামে ইয়াবা বিক্রির সংবাদ পেয়ে বরিশাল র্যাব-৮ এর একটি দল ঐ গ্রামে অভিযান চালায়, র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু র্যাব তাদের পালানোর চেষ্টাকৃত অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সোহেল খান (২৫) , মোঃ সোহেল (৩২), মোঃ শাহিন (৪২) ও খলিলুর রহমান (২৫), তাদের তল্লাশি করে ২৬৩ পিস ইয়াবা উদ্বার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে তিনটি মামলা দায়ের করেছন র্যাব।
নলছিটি থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাবের উপসহকারী পরিচালক (ডি এডি) এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মামলা দায়ের করেন, আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।