দেশজুড়ে

নলছিটির ভৈরবপাশায় খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৪ মে ২০২০ , ৬:১৮:৪৭ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি  ঃ চলমান করোনার প্রভাবে আজ সমগ্র দেশ থমকে গেছে, সারা দেশে চলছে লকডাউন, মহামারী এই করোনায় কর্মহীন হয়ে পরা ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সোমবার সকালে ঝালকাঠির নলছিটি ইউনিয়নের ভৈরবপাশা ইউনিয়ন কাউন্সিল চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন,

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, আলু ৩ কেজি,  সয়াবিন তৈল ১ লিটার, চিড়া ১কেজি, মুড়ি আধা কেজি, লবণ ১কেজি, ছোলা বুট ১কেজি, চিনি ১কেজি, ডাল ১ কেজি, ইত্যাদি।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু এসময় উপস্থিত থাকতে না পারলেও তার দলের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, উপস্থিতির মধ্যে রয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ সাহআলম জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ সিদ্দিকুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, নলছিটি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য খন্দকার মজিবুর রহমান,নলছিটি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান, খান মোতাবেক তারা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন !

আরও খবর

Sponsered content