রংপুর

নাগেশ্বরীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২১ , ৬:৫৪:১৪ প্রিন্ট সংস্করণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। ‘ডিজিটাল সমতা, সকল বয়সের প্রাপ্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আরডিআরএস বাংলাদেশ এর প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার বেলা ১০টায় বেরুবাড়ী প্রবীণ সামাজিক কেন্দ্র থেকে একটি র‌্যালি আরডিআরএস-বাংলাদেশ শাখা অফিস থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় মিলিত হয়।

রেরুবাড়ী ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি জামাল উদ্দিন ব্যাপারীর সভাপতিত্বে এবং আরডিআরএস’র সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী ইকবাল সাহাদতের সঞ্চালণায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ-রংপুর এর উর্ধ্বতন কর্মসূচি সমন্বয়কারী, গৌতম কুমার হালদার, বিশেষ অতিথি বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদ সোলায়মান আলী প্রমুখ।

আরও খবর

Sponsered content