রাজশাহী

নাচোলে জেজাল ও নকল ওষুধসহ ৪ জন আটক

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২০ , ৪:৪০:০৫ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় ভেজাল ও নকল ঔষুধ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব। শনিবার বিকেল পাঁচটার দিকে অভিযানটি চালানো হয়। এসময় বিপুল পরিমান অবৈধ ভারতীয় ভেজাল ও নকল ওষুধ জব্দ হয়।

আটকরা হলেন, নাচোলের ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (২৯), জেলার গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ফকিরপাড়া মিয়াপাড়া ইউনিয়নের মৃত শামা মিয়ার ছেলে নওশাদ ওরফে গধু (৪০), একই ইউনিয়নের ভিটাবাড়ি গ্রামের মৃত ইসরাইলের ছেলে নাজিমুল ইসলাম (৪৫) ও ফখিরপাড়া গ্রামের ডালিম সরকারের ছেলে আপেল রহমান (২২)।
রোববার চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করেছে।

আরও খবর

Sponsered content