রাজশাহী

নাটোরে জেলা পুলিশের ‘নো মাস্ক নো এন্ট্রি’ কার্যক্রম

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৪:৫৩:১১ প্রিন্ট সংস্করণ

নাটোর প্রতিনিধি : করোনা ভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে কাজ শুরু করেছে জেলা পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় বড় হরিশপুর বাইপাস মোড়ে এ সংক্রান্ত ‘নো মাস্ক নো এন্ট্রি’ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, কোভিড-১৯ এর ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ বাস্তবায়নে কাজ করবে জেলা পুলিশ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বিকর্ণ কুমার চৌধুরী প্রমুখ।