প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৭:০৩:৪৭ প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি : নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল করোনা ভাইরাসের কর্মহীন হয়ে পড়া অভাবী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি প্রতিদিনই ছুটে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামে। বুধবার নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে নিজ উদ্যোগে এক হাজার ৫শ’ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরীব দুঃস্থ মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি। সংসদ সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বে নাটোরকে করোনামুক্ত রাখার জন্য সকলকে ঘরে থাকতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধসহ সচেতন করছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম প্রমুখ।