প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২০ , ১:২০:৩৫ প্রিন্ট সংস্করণ
বুধবার (৩০ ডিসেম্বর) রাতে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরের নিজ বাড়ি থেকে শাকিলাকে আটক করে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে গুরুদাসপুর থানায় এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সংসারে অশান্তির কারণে নিজের সন্তানকে দত্তক দিয়েছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের শাকিলা বেগম। পরে ট্রাক ড্রাইভার স্বামী সাইদুলের চাপে নিরুপায় হয়ে গত ২৩ ডিসেম্বর পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কৌশলে সীমা বেগমের কাছ থেকে তার শিশুসন্তানটি নিয়ে পালিয়ে যান শাকিলা।
এ ঘটনায় সীমার স্বামী তোফিজ মোল্লা মামলা দায়ের করলে পুলিশের একাধিক টিম মাঠে নামে। সিসি ক্যামেরার ফুটেজসহ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে বুধবার রাতে কালিকাপুরের নিজ বাড়ি থেকে শাকিলাকে আটক করে। উদ্ধার করে দুই মাসের তাইবাকে। পরে তাইবাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
চুরির সঙ্গে জড়িত নারী শাকিলাকে বিকেলে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে জানান পুলিশ সুপার।