প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২০ , ৪:৩৪:০৩ প্রিন্ট সংস্করণ
সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জিসান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শনিবার সকালে তিনি জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির জবানবন্দিতে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ারের নাম উঠে এসেছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির জানায়, গত জুলাই মাসে দুবাইয়ে নারী পাচারের অভিযোগ লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সিআইডি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা জানায় এ চক্র মূলত ‘নৃত্যকেন্দ্রিক’। কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এই নেটওয়ার্কের অংশ। মূলত নৃত্যশিল্পীরাই ছিল এই পাচারকারী চক্রের প্রধান টার্গেট। সারা দেশেই তাদের বেশ নেটওয়ার্ক রয়েছে বলেও তদন্তে জানতে পেরেছে সিআইডি।