দেশজুড়ে

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৭:১৮:৩৩ প্রিন্ট সংস্করণ

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী এর যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন ও উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে “নতুন বাংলাদেশ” দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত দিবসকে কেন্দ্র করে দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা তৈরীর লক্ষ্যে দুর্নীতি বিরোধী শপথ, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, তথ্য ও পরামর্শ ডেস্ক, তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ শেখানো, দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন ফেস্টুন প্রদর্শনসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি এম এ হাকাম হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

আরো বক্তব্য রাখেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সাধারণ সম্পাদক মান্নান সোহেল,

সহ-সভাপতি সুধাংশু কালোয়ার, হাফিজুর রহমান, সনাক নালিতাবাড়ীর সহ সভাপতি মশিউর রহমান মুসা, সদস্য সাদরুল আহসান মাসুম প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, সনাক, ইয়েস ও এসিজি সদস্য, সরকারী ও বেসরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থীরা।

আরও খবর

Sponsered content