প্রতিনিধি ৫ এপ্রিল ২০২০ , ৬:৩৯:৪১ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি : হুইপ ইকবালুর রহিম এমপি গতকাল দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির প্রদত্ত চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করেন। এসময় তিনি বলেন, এই দুর্যোগে জনগণের পাশে থেকে তাদের খাদ্য নিশ্চিতসহ সকল প্রকার দুর্ভোগ লাঘবে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, সময় এসেছে সৃষ্টিকর্তার কাছে মাফ চাইতে হবে। আমরা দুর্নীতি, স্বজন প্রীতি, ঘুষ, থেকে দুরে থাকবো। মানবসেবায় নিজেকে উৎস্বর্গীত করবো। তবেই আমরা এই মহামারি থেকে মুক্তি পাবো। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ, রোলেক্স বেকারী স্বত্তাধিকারি শফিউল্লাহ খান শুক্লা, আওয়ামী লীগ নেতা কোরায়শী দুলাল, এ্যাড. সারোওয়ার আহমেদ বাবু প্রমুখ। একই দিন তিনি দিনাজপুরের বিভিন্ন স্থানে খোলা বাজারে ওএমএস-এর ১০ টাকা কেজি চাল ও ১৮ টাকা আটা বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।