প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ৬:১৪:০০ প্রিন্ট সংস্করণ
বাপ্পা মৈত্র, সিলেট : নিত্যপণ্যের দাম বর্তমানে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, আলু, শাক-সবজিসহ সকল পণ্যের দাম বেড়েছে এবং প্রতিদিনই কিছু না কিছু বাড়ছে। এতে সাধারণ মানুষ রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। এখনো দাম বাড়া অব্যাহত আছে। পেঁয়াজের ঝাঁজের সঙ্গে এবার যুক্ত হলো আলু। এ সপ্তাহে আলুর দাম বেড়ে ৫০ টাকা ছুঁয়েছে। সেই সাথে অনেক সবজির দাম বেড়ে কেজিতে হয়েছে ১০০ টাকা। চড়া দামের কারণে বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে মধ্যবিত্ত ও স্বল্পআয়ের মানুষেরা। হঠাৎ করেই আলুর দামের এই ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষকে ভাবিয়ে তুলে। যারা আলুভর্তা আর ডালনির্ভর জীবন যাপনে অভ্যস্ত তারা দিশেহারা। অধিক দামে সবজি বিক্রি হচ্ছে দীর্ঘদিন ধরেই। এরমধ্যে ৫-৬টি সবজির কেজি ১০০ টাকা। বাকি সবজির বেশিরভাগের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার কাছাকাছি। কাঁচা মরিচ ২৮০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। এবার আলুর দামে লাগাম টানার অভিযান দেশজুড়ে নেমেছে প্রশাসন। আলুর বাজারে শুরু হয়েছে অভিযান। সিলেট নগরের পাইকারী বাজারের আলু ব্যবসায়ীরা জানান, আলুর সঙ্কট রয়েছে। এবার ত্রাণে অনেক আলু চলে গেছে। আবার বন্যার কারণে তরিতরকারি যখন নষ্ট হয়ে গেছে তখন আলুর ওপর চাপ পড়েছে। আর যখন সংরক্ষণকারীরা এটা বুঝতে পেরেছে তখনই দাম বাড়িয়ে দিয়েছে। জানা যায়, এবার কয়েক দফা বন্যার কারণে সবজির সরবরাহ তুলনামূলক কম। এ কারণে শীতের আগাম সবজি আসার পরও দাম কমছে না। নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়েছে আলুর দাম। কাঁচামরিচের দাম হয়েছে ২০০-৩০০ টাকা পর্যন্ত। ডিমের দাম ডজনে বেড়েছে ৫ টাক। খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গত সপ্তাহে ৪০ থেকে ৪২ টাকা কেজি বিক্রি হওয়া আলুর দাম বেড়ে হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা। এদিকে শিম, পাকা টমেটো, গাজর, বেগুন, বরবটির সঙ্গে নতুন করে ৮০ থেকে ১০০ টাকা কেজির তালিকায় নাম লিখিয়েছে করলা। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। পটলের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। এক হালি কাঁচকলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ঝিঙা, কাঁকরোল, ধুন্দুলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। বাজারে নতুন আসা ফুলকপি ও বাঁধাকপির কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। ৪০ থেকে ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে মুলা ও পেঁপে। এদিকে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। ক্রেতারা জানান, অনেক দিন ধরেই সবজির দাম চড়া। বাজারে এসে দিশেহারা হয়ে পড়ি। আগে কখনো পুরাতন আলুর কেজি ৪০ টাকা কিনে খাইনি। কিন্তু এখন পুরাতন আলুর কেজি ৪৮ টাকা কিনে খেতে হচ্ছে। ৫০ টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. মাহফুজুর রহমান জানান, নিত্যপণ্যের বাজারে প্রতিদিন অভিযান পরিচলনা করা হবে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে নগরের বিভিন্ন স্থানে অভিযান করা হয়েছে।