প্রতিনিধি ২২ নভেম্বর ২০২১ , ৬:৩৯:৫১ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর রোববার (২১ নভেম্বর) রাতে হামলা ও ক্যাম্পাস ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকবৃন্দ।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ছাত্রীদের ইভটিজিং, শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, কলেজ ক্যাম্পাসের বিভিন্ন ভবনের ব্যাপক ভাংচুরের প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকগণ।
প্রসঙ্গত গত রোববার রাতে ইভটিজিংয়ের ঘটনায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, পুলিশ সদস্য ও শিক্ষার্থী সহ প্রায় ৫০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপিটালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে ঘটনাস্থলে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সার্কেল-৫) মো. মনিরুজ্জামান মোল্যা, নির্বাহী প্রকৌশলী কেএম হাসানুউজ্জামান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক বা. অসিত কুমার মল্লিক, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ূন কবির, সহকারী অধ্যাপক ও স্বাচিপ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাত দুই সহস্রাধিককে অভিযুক্ত করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানাগেছে।