দেশজুড়ে

নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে জেলেরা, হতাশায় ফিরছে ঘাটে

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৪ , ৪:২৫:৩৩ প্রিন্ট সংস্করণ

নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে জেলেরা, হতাশায় ফিরছে ঘাটে

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মেঘনা-তেতুলিয়া নদীতে আবারো বেড়েছে জেলেদের ব্যস্ততা। জাল নৌকা নিয়ে ছুটছেন মেঘনা-তেতুলিয়ায়। তবে আনন্দ নেই জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মুখে। 

সোমবার (৪ নভেম্বর) দুপুরে জাল নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে ফিরতে দেখা গেছে জেলেদের। 

তবে নিষেধাজ্ঞা শেষে শুরুতেই নদীতে জাল ফেলে ইলিশসহ কাঙ্ক্ষিত মাছ পাচ্ছে না জেলেরা। এতে চিন্তিত এবং দুশ্চিন্তার ভাঁজ জেলেদের কপালে। 

ভোলার ইলিশা ও রাজাপুর মাছঘাটের জেলেরা জানান, একটানা ২২ দিন অবসর সময় কাটিয়েছি। এতে বন্ধ ছিল আয়-রোজগার। বেশ কষ্টে চালাতে হয়েছে সংসার। ধারদেনা করে চলতে হয়েছে। এখন বড় আশা নিয়ে নদীতে গিয়ে তৈলের টাকাও উসুল হচ্ছে না। 

হারুন মাঝি নামের এক জেলে জানান, ভোররাতে নদীতে জাল ফেলে তা উঠিয়ে দেখি সামান্য কিছু মাছ পড়েছে। বিক্রি হয়েছে মাত্র ১৫শ টাকা। এ ভাবে চলতে থাকলে সংসার কি ভাবে চালাবো বুঝে আসে না। 

ভোলার মেঘনা-তেতুলিয়ার জেলে পল্লী ঘুরে এমন চিত্রই দেখা গেছে। মাছের আড়ৎদাররা কাটাচ্ছে অলস সময়। 

সাইফুল বেপারী, কামাল জমাদার জানান, বড় আশা ছিল, ২২ দিন অভিযানের পর নদীতে ভাল মাছ পড়বে কিন্তু আশা নিরাশা হয়ে গেছে। চোখে-মুখে হতাশা নিয়ে ফিরছে জেলেরা। 

ভোলায় নিবন্ধিত ১ লক্ষ ৬৮ হাজারসহ প্রায় ২ লক্ষ জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞায় নিবন্ধিত জেলেদের ২৫ কেজি করে সরকারী প্রণোদনার চাল দেওয়া হয়েছে। 

আরও খবর

Sponsered content