প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৪:১২:১৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন ধানের গুদামে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত ধান মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিন ধান ব্যাবসায়ীর ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারিয়া পেররো। শনিবার বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের সন্তোষ ও ডিমা গ্রামে অভিযান চালানোর সময় অতিরিক্ত ধান মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। সন্তোষ গ্রামে অবস্থিত গুদামের মালিক আবু বক্কর সিদ্দীককে ১ লক্ষ টাকা, ডিমা গ্রামের দবির উদ্দিন (দুলাল) কে ৩০হাজার টাকা এবং একই গ্রামের মোজাম্মেল হক (তোতা) কে ২০ হাজার অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারিয়া পেররো।