প্রতিনিধি ৯ নভেম্বর ২০২০ , ৪:০৩:৩৭ প্রিন্ট সংস্করণ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :
সোমবার ১০টার দিকে চলতি ২০২০-২১ অর্থ বছরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির’ আওতায় চল্লিশ দিনের জন্য ১ম পর্যায়ে দরিদ্র জনগোষ্টির কর্মসংস্থানের মাধ্যমে ৩৯ টি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
এ উপলক্ষে উপজেলার পাড়ইল ইউনিয়নের বেলগাপুর হাটে অনুষ্ঠিত সভায় নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলগাপুর হাটের পূর্ব অংশ মাটি ভরাট কাজের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবনু সাব্বির আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, সদস্য রেজাউল হক প্রমুখ।