রংপুর

নীলফামারীতে আগাম আলু চাষে ব্যস্ত চাষিরা

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২০ , ৩:৫৭:২৬ প্রিন্ট সংস্করণ

ওবায়দুল ইসলাম, নীলফামারী :

উত্তর জনপদের জেলা নীলফামারীতে ধান ঘরে তুলতে না তুলতেই আগাম আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা। তবে আলু বীজের অস্বাভাবিক দামে কিছুটা বিপাকে পড়েছে কৃষক। তারপরও গত মৌসুমের চেয়ে এবার ১ হাজার হেক্টর বেশি জমিতে আলু চাষ হবে বলে আশা করছেন জেলা কৃষি বিভাগ।

এক সময়ের অভাব লেগে থাকা জনপদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা। আগাম ধান ও আলুতে এখন বদলে গেছে এ উপজেলার চিত্র। আলু লাগাতে এখন পুরোদমে ব্যস্ত এ অঞ্চলের চাষিরা। বর্তমানে আলু রোপনের কাজ চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এ আলু রোপনের ৬০ থেকে ৬৫ দিনের মধ্যেই বাজারে চলে আসবে এমন কথা বললেন তারা। তারা জানান অতিবৃষ্ঠির কারণে এবার আগাম আলুর বীজ রোপণে কিছুটা দেরি হয়েছে। অপরদিকে আলু বীজের দাম গত বছরের চেয়ে বেশি। তারপরেও এবছর বেশি জমিতে আলু চাষ হবে। কৃষি বিভাগের মতে, আলু বীজের বাড়তি দাম বা বৃষ্টি, আগাম আলু রোপণে বাঁধা হবে না। কৃষি কর্মকর্তা মো. গোলাম রব্বানী বলেন, আশা রাখি এ আগাম আলুর মূল্যটাও কৃষক ভালো পাবে। আবহাওয়া ভালো আছে, এ আবহাওয়াতে আলুর ফলন ভালো হবে।

কৃষি বিভাগ জানান এবার ৪ হাজার হেক্টরের বেশি জমিতে কিশোরগঞ্জ উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি হেক্টর জমিতে আলু উৎপাদন হবে ১২ টন।

আরও খবর

Sponsered content