রংপুর

নীলফামারীতে নতুন করে আরো ৯ জন করোনা পজেটিভ

  প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৮:৩২:৫১ প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলায় নতুন করে এক কৃষি কর্মকর্তা ও তার স্ত্রীসহ আরও ৯ জন করোনা পজেটিভ। মঙ্গলবার রাত ৮টায় সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ১৫ জুনের প্রেরিত ৩২টি নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
৯ জন নতুন করোনা পজেটিভের মধ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় ২ জন। এরা হলেন ডিমলা উপজেলার কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ও তার স্ত্রী। অন্যদিকে জলঢাকা পৌরসভার কলেজ পাড়ায় এক শিক্ষার্থী ও জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ীর এক যুবক। কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাস্টার পাড়ায় একজন, বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় একজন। ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডেও একজন, মেলাপাঙ্গা এলাকার এক শিক্ষার্থীসহ ২ জন।
এছাড়া ফলো আপ নমুনায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটের চিকিৎসাধীন একজন পুনরায় পজেটিভ।
সূত্র মতে, এ নিয়ে গোটা জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো মোট ৩শ ১৪ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৯৮, জলঢাকা উপজেলায় ৬২, ডিমলা উপজেলায় ৪৯, সৈয়দপুর উপজেলায় ৪০, ডোমার উপজেলায় ৩৭ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৮ জন। মারা গেছেন ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১শ ৫৮ জন। চিকিৎসাধীন রয়েছে ১শ ৪৪ জন।

আরও খবর

Sponsered content