প্রতিনিধি ১৫ জুলাই ২০২০ , ৫:৩৮:৪২ প্রিন্ট সংস্করণ
করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার নামে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে তাকে হাসপাতালে নিয়ে আসে আইন-শৃঙ্খলা বাহিনী। হাসপাতালের জরুরি বিভাগের চার নম্বর কক্ষে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করছেন।
এর আগে সর্বশেষ বোরকা পরে সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় ধরা খেল সাহেদ।। পরবর্তীতে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়।