প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৪:৫৭:২১ প্রিন্ট সংস্করণ
নীলফামারী প্রতিনিধি : দীর্ঘদিন সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়ক ভূমি অধিগ্রহণ জটিলতার বন্ধ থাকা কার্যক্রম অবশেষে চালু হলো। আঞ্চলিক মহাসড়ক তৈরিকরণ ও মজবুতিকরণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে বিতরণ করা হলো চেক। ১৬ নভেম্বর নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ১৭ জন ভূমি মালিকের হাতে ১ কোটি ৯ হাজার ৭শ ১৫ টাকার চেক তুলে দেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মুহাম্মদ মোখলেছুর রহমানসহ অনেকে।