রংপুর

নীলফামারীর ৫ যুব উদ্যোক্তাকে সহায়তা প্রদান

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২০ , ৪:২১:১৪ প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ৫ যুব উদ্যোক্তাকে আয়বর্ধক কাজের জন্য এ্যাকশন এইড বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। ১ লাখ ৯৪ হাজার ৫শ টাকা ওই ৫ যুবককে প্রদান করে উদায়াঙ্কুর সেবা সংস্থা।

মঙ্গলবার উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রতিজন যুব উদ্যোক্তাকে ৩৮ হাজার ৯শ টাকার চেক হাতে তুলে দেন নীলফামারী যুব উন্নয়নের সহকারী পরিচালক সামসুল ইসলাম।

উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী নির্মল রায় জানান, ভার্মি কম্পোষ্ট তৈরি ও রাসায়নিকমুক্ত সবজি উৎপাদনের জন্য রিপন ইসলাম, পোল্ট্রি খামারের জন্য সিরাজুল ইসলাম, পুকুরে হাঁস পালন ও ডিম উৎপাদনের জন্য সুলতানা রাজিয়া, পরিতোষ রায়, এলইডি বাল্ব তৈরি ও বাজারজাতকরণের জন্য কালিদাশ রায়কে আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়।

 

আরও খবর

Sponsered content