প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৪৫:৩০ প্রিন্ট সংস্করণ
ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে বিভক্তির জন্য উঠেপড়ে লেগেছেন বলে মন্তব্য করেছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। তিনি বলেছেন, ইসরাইলি নেতা এ অঞ্চলকে নরক বানাতে চান।
সম্প্রতি অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনের তীব্রতার মধ্যে শনিবার এসব কথা বলেন লেবানিজ স্পিকার।
তিনি বলেন, দখলদার ইসরাইলের চলমান গণহত্যার মধ্যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন দেওয়া অপরিহার্য।
নাবিহ বেরি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের চরমপন্থি মন্ত্রিসভা এ অঞ্চলকে টুকরো টুকরো করে এমন পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত। যেখানে ইসরাইল সবচেয়ে শক্তিশালী সত্তা হিসেবে টিকে থাকবে।
তিনি বলেন, এ অবস্থায় আমাদের অবশ্যই গাজার পাশে দাঁড়াতে হবে এবং আল-কুদসকে (জেরুসালেম) রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জাতির বৈধ অধিকারকে সমর্থন করতে হবে। সেই সঙ্গে গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে।
এ সময় গাজা যুদ্ধবিরতি প্রসঙ্গে লেবাননের পার্লামেন্ট স্পিকার বলেন, ইসরাইলের দখলদার সরকার গাজা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যে কোনো উদ্যোগ ব্যর্থ করে দিচ্ছে। গাজায় ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধ এ অঞ্চলের ভৌগলিক রূপ পরিবর্তনের প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।
সূত্র: মেহের নিউজ এজেন্সি