প্রতিনিধি ৬ জুন ২০২০ , ৭:২৪:০৩ প্রিন্ট সংস্করণ
নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা সদর উপজেলা ৯ নং চল্লিশা ইউনিয়নের ব্যক্তিগত উদ্দ্যেগে সাদুল্লাপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করনে অপেক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রক্রিয়াধীন থাকা অবস্থায় বিদ্যালয়ে ৫–৬ শত ছাত্র ছাত্রী থাকলেও গত কয়েকদিন পূর্বে ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া প্রতিষ্ঠানটি পুন:নির্মাণের জন্য কয়েক লক্ষ টাকা অনুদান চেয়ে এই প্রতিষ্ঠানের সভাপতি মো. নাজিম উদ্দিন বৃহস্পতিবার নেত্রকোণা জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে আবেদন দাখিল করেন।