প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৩৫:১৪ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক শিক্ষা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তালুকদার মমতাজ জাহান নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাদুকদার মমতাজ জাহান বলেন, সংগঠনের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহিত করতে এবং সকলকে সাথে নিয়ে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে কাজ করব। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার মাধ্যমে দেশ ও জাতির কল্যানে অবদান রাখতে চেষ্টা করবো।
নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমাকে এই দায়িত্ব পালনের যোগ্য মনে করায় সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই স্লোগান কে ধারণ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাব। আমি প্রত্যাশা করি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোবিপ্রবি শাখার সৃষ্টিশীল নবীন লেখকগণ আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।