প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৪ , ৭:২৮:০২ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাব এর আয়োজনে ‘পিএইচডি টক’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। মূখ্য আলোচক ছিলেন ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মার্জিয়া সুলতানা। পিএইচডি টকের আলোচ্য বিষয় ছিলো, ‘কো-ইনক্যাপসুলেশন অব বায়োঅ্যাকটিভ ইনগ্রিডিয়েন্টস ফর ফাংশনাল ফুড ডেভেলপমেন্ট’।