দেশজুড়ে

নোবিপ্রবি লক্ষ্মীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নাবিদ-নাহিদ 

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৫৮:০৩ প্রিন্ট সংস্করণ

নোবিপ্রবি লক্ষ্মীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নাবিদ-নাহিদ 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) লক্ষ্মীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সাবেক কমিটির সুপারিশক্রমে উপদেষ্টা মণ্ডলী আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন। 

১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাবিদ আহসানকে সভাপতি এবং আইন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত কমিটিকে আগামী এক বছরের জন্য নোবিপ্রবি লক্ষ্মীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন কমিটিতে জোবায়ের হোসেনকে ১ম সহ সভাপতি ও নাহিদ শিকদারকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।  

এছাড়াও এ কমিটিতে যথাক্রমে সহ সভাপতির পদে রয়েছেন জাহিদুল ইসলাম রিমন, লাইলাতুল জান্নাত লিজা, মারুফ হোসেন শুভ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্যান্যদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান, ইকবাল হোসাইন, রিপন আহমেদ। নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক মুনাওয়ার, নাহিদ হোসাইন নবীন, রায়হান চৌধুরী, শারমিন আক্তার অনু। 

উক্ত কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার সম্পাদক অপু দাশ, অর্থ সম্পাদক মোফাজ্জল হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাউছার হামিদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক তারেক মুক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজিনা আফরিন, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইয়াকুব, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রেদোয়ান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রমজান হোসেন শুভ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাফর আহম্মদ সজিব। এছাড়া সদস্য হিসেবে আছেন জিয়াদ হোসাইন, সিনথিয়া আক্তার, মোশারেফ হোসেন নাহিদ, ফরিদা আক্তার ঋতু এবং নাদিম রহমান। 

সভাপতির দায়িত্ব পাওয়া নাবিদ আহসান ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম উপদেষ্টা মণ্ডলী ও সাবেক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং নোবিপ্রবিতে লক্ষ্মীপুরের সাধারণ শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।

আরও খবর

Sponsered content