চট্টগ্রাম

নোয়াখালীতে দফায় দফায় পুলিশী বাধায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২০ , ২:৫২:৪৪ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধি, দিদারুল আলম:

নোয়াখালীতে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দফায় দফায় পুলিশী বাধার অভিযোগ ওঠেছে। কোথাও মিছিল করতে দেওয়া হয় নি নেতাকর্মীদের। এ ছাড়া জেলা শহর মাইজদীর বিআরডিবিতে নির্ধারিত সভা সতস্ফ‚র্তভবে শেষ করতে দেয়া হয়নি। সভাস্থল থেকে নেতাকর্মীদের জোর পূর্বক বাহির করে দেয়া হয়েছে বলেও অভিযোগ করে নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুলিশী বাধার মুখে সংক্ষিপ্ত আকারে বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, যুবদলের সাবেক সভাপতি মাহবুব আলমগীর আলো, বর্তমান সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ অনেকে।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ একটি ইনডোর প্রোগ্রামেও পুলিশ দফায় দফায় বাধা দিয়েছে। সভা শেষ করার আগেই নেতাকর্মীদের বের দেয়া হয়। সারাদেশে এভাবেই সরকার পুলিশ দিয়ে সাধারণ মানুষের টুটি চেপে ধরেছে।

আরও খবর

Sponsered content