প্রতিনিধি ৩ মে ২০২০ , ৩:৫০:৫৭ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি: দিদারুল আলম: গত মার্চ থেকে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল। তারই ধারাবাহিকতায় রোববার থেকে পুনরায় ৬ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে।
রোববার পৌরসভার ৩টি ওয়ার্ডের ১৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল বলেন, তার সাধ্যমতো পৌর শহরের মধ্যে গরীব, অসহায় মানুষকে তিনি খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। এ সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। প্রতিদিন পৌর শহরের তিনটি ওয়ার্ড করে মোট ৬ হাজার পরিবারকে এ খাদ্য সামগ্রী দেওয়া হবে। এ ছাড়া ঈদুল ফিতরের আগে প্রত্যেকের মাঝে ঈদের সেমায়সহ ঈদ সামগ্রীও পৌঁছে দেবেন বলে জানান তিনি।
এ সময় মেয়রের সঙ্গে শহর আ.লীগ নেতা নজরুল ইসলাম উজ্জল, জেলা যুবলীগ য়ুগ্ম আহবায়ক নাজমুল আলম মন্জ, ছাত্রলীগ ও পৌরসভার কর্মকর্তা–কর্মচারিগণ উপস্থিত ছিলেন।